আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সকাল ১১:২১
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ নওগাঁয় ‘পুলিশের মারধর’, আইনজীবীদের আদালত বর্জন

নওগাঁয় ‘পুলিশের মারধর’, আইনজীবীদের আদালত বর্জন


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০১/০২/২০২১ , ৫:০৭ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


রহমতউল্লাহ আশিকুর  জামান নুর ,নওগাঁ:

নওগাঁয় আদালত চত্বরে মুরাদ হোসেন নামে এক আইনজীবীকে পুলিশের মারধর ও লাঞ্ছিতের প্রতিবাদে সব ধরনের বিচারিক কার্যক্রম বর্জন করেছেন আইনজীবীরা। সোমবার (১ ফ্রেব্রুয়ারি) সকালে ঘটনাটি ঘটে।

জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি খোদাদাত খান জানান, সকালে এক আইনজীবী রিকশা নিয়ে আদালত চত্বরে ঢুকছিলেন। এ সময় তাকে রিকশা থেকে নেমে আদালত চত্বরে প্রবেশের কথা বলেন দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য। এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে পুলিশ সদস্যরা ওই আইনজীবীকে মারধর করেন।

এরই প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা। সংক্ষিপ্ত সমাবেশ থেকে সব ধরনের বিচারিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেওয়া হয়।

Comments

comments