হাকিমপুর পৌর নির্বাচনে আওয়ামীলীগের চলন্ত মেয়র নির্বাচিত
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ৩১/০১/২০২১ , ৩:০৪ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


তৃতীয় ধাপে দিনাজপুরের হিলি -হাকিমপুর পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। কেন্দ্রে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে এবং করোনায় স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এবার নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। তারা হলেন, আওয়ামী লীগের নৌকা প্রতিকের জামিল হোসেন চলন্ত, বিএনপির ধানের শীষ প্রতিকে সাখাওয়াত হোসেন শিল্পী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতিকে সুরুজ আলী শেখ এবং স্বতন্ত্র থেকে নারিকেল গাছ প্রতিকে মিশর উদ্দীন সুজন।
নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী জামিল হোসেন চলন্ত নৌকা প্রতিক নিয়ে ১০ হাজার ৯৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপির সাখাওয়াত হোসেন শিল্পী পেয়েছেন ৪ হাজার ৯৩৭ ভোট।