আজ: ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ২:৪১
সর্বশেষ সংবাদ
বিনোদন পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাইছে দলবদলের হাওয়া

পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাইছে দলবদলের হাওয়া


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ৩১/০১/২০২১ , ১:৩৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


বিধানসভার নির্বাচন নিয়ে সরগরম পশ্চিমবঙ্গ। টলিউডের অনেক তারকা অভিনয়শিল্পী সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।
তৃণমূল কংগ্রেসের রাজনীতি করছেন দেব, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, হিরণ, রুদ্রনীল ঘোষ, সায়নী ঘোষ প্রমুখ। এদিকে নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস ছাড়তে যাচ্ছেন রুদ্রনীল ঘোষ ও হিরণ চট্টোপাধ্যায়।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, রুদ্রনীল ঘোষ ছাত্রজীবনে যুক্ত ছিলেন বামপন্থী রাজনীতির সঙ্গে। পরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। কয়েক বছর আগে তৃণমূলে যোগ দেন তিনি। রাজ্যের বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সংসদের সভাপতি নির্বাচিত হন। কিন্তু এখন তৃণমূল ছাড়তে যাচ্ছেন রুদ্রনীল। বিজেপিতে যোগ দিতে শনিবার (৩০ জানুয়ারি) বিশেষ বিমানে দিল্লি যাওয়ার কথা অভিনেতা রুদ্রনীলের। আর এ তথ্য নিশ্চিত করেছেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।
দলবদলের পালায় রয়েছেন চিত্রনায়ক ও যুব তৃণমূলের সহ সভাপতি হিরণ চট্টোপাধ্যায়। দল ছাড়ার ইঙ্গিত আগেই দিয়েছেন তিনি। তার ভাষায়—‘যেখানে সম্মান পাব, সেখানেই যাব।’ তবে বিজিপিতে যোগ দেবেন তা নিশ্চিত নয়। কারণ এর আগে হিরণ বলেছেন—‘বিজেপি ছাড়াও অন্য দলের সঙ্গে কথা হয়েছে।’
তৃণমূল ছাড়ার কারণ ব্যাখ্যা করে হিরণ বলেন—‘প্রচার নয়, কাজের জন্য যাব। ভোটের সময় বলা হয় এখানে যাও, ওখানে যাও, প্রচার করে এসো। কিন্তু ভোট শেষ হয়ে গেলে কেউ একটা ধন্যবাদের মেসেজও পাঠায় না। এই কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি।’
বর্তমানে পশ্চিবঙ্গের রাজনীতি সরগরম দলবদলের উত্তাপে। টলিউড সেই সমীকরণের বাইরে নয়। বোলপুরের সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়ও বেসুরে গাইবার পর দলবদলের জল্পনা শুরু হয়েছিল। কিন্তু দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলার পর তার দল ছাড়ার বিষয়টি চাপা পড়ে। শুক্রবার (২৯ জানুয়ারি) বিজেপিতে যোগ দেন ‘খড়কুটো’ সিরিয়ালের অভিনেতা কৌশিক রায়।

Comments

comments