১০ দিনে কী কী করলেন বাইডেন
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ৩১/০১/২০২১ , ১২:৫৩ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করার মাত্র ১০ দিন পার করেছেন জো বাইডেন। এর মধ্যে প্রথম সাত দিনে তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন।
মার্কিন নতুন এই প্রেসিডেন্ট গত ১০ দিনে যেসব বিষয়ে কাজ করছেন তা নিয়ে নিজের টুইটারে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, গত ১০ দিন ধরে আমি এসব বিষয়ে পদক্ষেপ নিয়েছি।
বাইডেনের পদক্ষেপ নেওয়া বিষয়গুলোর মধ্যে রয়েছে করোনা, অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, বর্ণ সমতা, অভিবাসন, স্বাস্থ্যসেবা এবং সমকামিদের অধিকার।
https://help.twitter.com/en/twitter-for-websites-ads-info-and-privacy
টুইটারে বাইডেন আরও লিখেন, এবং আমি সবে মাত্র শুরু করেছি।
আরও পড়ুন: মার্কিন সেনাদের হত্যার হুঁশিয়ারি তালেবানের
গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ক্যাপিটাল ভবনে শপথ নেন বাইডেন।