জয়ের রেকর্ড গড়ল ম্যানসিটি
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ৩১/০১/২০২১ , ১:২২ পূর্বাহ্ণ | বিভাগ: খেলাধূলা


ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের নিচে থাকা শেফিল্ড ইউনাইটেডকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। জয়সূচক গোলটি করেন ম্যানসিটির ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস।
শনিবার (৩০ জানুয়ারি) রাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এ জয়ের মাধ্যমে টানা ১২ ম্যাচে জয়ের রেকর্ড গড়লো পেপ গার্দিওলার দল। ক্লাবের ইতিহাসে এটাই টানা জয়ের রেকর্ড।
প্রিমিয়ার লিগে এমন কীর্তি ২০০৭ সালের আগস্ট এবং অক্টোবরের মধ্যবর্তী সময়ে গড়েছিল আর্সেনাল।
চলতি জানুয়ারি মাসে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত টানা ৯ ম্যাচে জয় পেয়েছে সিটি। ক্লাবের ইতিহাসেই এক মাসে এত জয় এই প্রথম। শুধু কি তাই, ১৮৮৮ সালে ইংল্যান্ডের ফুটবল লিগ চালুর পর এক মাসে সর্বোচ্চ রেকর্ডও এটাই।