ঠাকুরগাঁওয়ে হরিপুর রিপোর্টার্স ইউনিটির বর্ষপূর্তি উদযাপন
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ৩০/০১/২০২১ , ৪:১৯ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,রংপুর বিভাগ


রুবেল রানা, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে কর্মরত সাংবাদিকদের সংগঠন হরিপুর রিপোর্টার্স ইউনিটির ১ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভাসহ নানা কর্মসুচি পালিত হয়।
শুক্রবার বিকেলে হরিপুর প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল। বিশেষ অতিথি ছিলেন ৫নং হরিপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মংলা।
সংগঠনের সভাপতি কবিরুল ইসলাম কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হরিপুর প্রেসকাবের সভাপতি শফিকুল আজম চৌধুরী সুজা, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও সিনিয়র সাংবাদিক আল মামুন চৌধুরীসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এ অনুষ্ঠানে ইউনিটির সদস্যরা ছাড়াও অংশ নেন ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টু, সাধারণ সম্পাদক আঃ লতিফ লিটু, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু ও আসাদুজ্জামান আসাদ প্রমুখ।