বর্ণিল আয়োজনে পালিত হয়েছে বৌদ্ধ ভিক্ষু রত্নানন্দ মহাস্থবিরের ৫১তম জন্মদিন
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২৯/০১/২০২১ , ১২:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,জেলা সংবাদ


জুয়েল বড়ুয়া,মহেশখালী,কক্সবাজার:
বাংলাদেশী বৌদ্ধ ভিক্ষুদের সর্বোচ্চ ধর্মীয় সংগঠন সংঘরাজ ভিক্ষু মহাসভার কার্যকরী সদস্য,সাতকানিয়া-লোহাগড়া ভিক্ষু সমিতির সম্মানিত মহাসচিব,পুটিবিলা মহাবোধি বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত রত্নানন্দ মহাস্থবিরের ৫১তম শুভ জন্মদিন উপলক্ষে লোহাগাড়া,পুটিবিলা মহাবোধি বিহারের হল রুমে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।পিতা প্রয়াত নিকুঞ্জ বিহারী বড়ুয়া(হেডম্যান),মাতা সুচন্দা বড়ুয়ার গর্ভে ১৯৭০ সালে আজকের এই দিনে সাতকানিয়া,বড়দুয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন রত্ননন্দ ভিক্ষু।
১৯৯৭ সাল ১০ই নভেম্বর গাহস্থ্য জীবন ত্যাগ করে গৌতম বুদ্ধের নির্দেশিত পথে অনুপ্রাণিত হয়ে মস্তক মুন্ডন করে বৌদ্ধ ভিক্ষু ধর্মে উপনীত হন।সেই থেকে বর্তমান অবিধি ব্রহ্মচর্য্য জীবন অতিবাহিত করে যাচ্ছেন ফল স্বরুপ আজীবন সম্মাননা সহ বহু পদকে ভূষিত হয়েছেন।দেশ ও জাতির কল্যাণে জীবনকে উৎসর্গ করছেন।মহান এই বৌদ্ধ ভিক্ষুর জন্মতিথি উদযাপনকে কেন্দ্র করে রঙ বেরঙের আলোক সজ্জা,আতশবাজি আর ফুলে ফুলে শোভিত রঙ্গিন করে তোলা হয় পুরো অনুষ্ঠান।অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সকাল দশটায় সংঘদান সহ জ্ঞাতী ভোজনের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হয়।
দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়াার পক্ষ থেকে বস্ত্র বিতরণ করেন পুটিবিলা বিহারের উপ-অধ্যক্ষ তাপস জ্যোতি ভিক্ষু।অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতকানিয়া-লোহাগাড়া ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন গ্রাম থেকে আসা বৌদ্ধ অনুসারীরা।
এতে জন্মদিন উপলক্ষে আবাল্য ভ্রহ্মচারী এই বৌদ্ধ ভিক্ষুকে পুষ্পমাল্য,সম্মাননা সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে অভিনন্দিত করা হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ষিয়ান বৌদ্ধ ভিক্ষু ধর্মদর্শী মহাস্থবির।বাংলা ও বাঙ্গালীর আবহমান সংস্কৃতি পালা কীর্তনের মধ্যে দিয়ে রত্নানন্দ ভিক্ষুর ৫১ তম জন্মদিনের উৎসবের পর্দা টাঙ্গানো হয়।পরিশেষে রত্নানন্দ মহাস্থবির বলেন-আজকে যারা আমাকে অভিনন্দিত করেছেন,শারীরিক,মানসিক,অর্থ ব্যয় করে আমাকে ঋণী করেছেন প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে থাইল্যান্ডে অবস্থানরত আমার প্রিয় শিষ্যা জ্যোতিনন্দ ভিক্ষুকে আর্শিবাদ করছি।কামনা করছি তার উজ্জ্বল ভবিষ্যৎ।