চট্টগ্রাম সিটি নির্বাচন: ৫৭ ভাগ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৬/০১/২০২১ , ১:৪৯ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,বিভাগীয় সংবাদ,রাজনীতি

চট্টগ্রাম সিটি নির্বাচনে এবার ৫৭ ভাগ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এসব কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দিয়ে ভোটের পরিবেশ নির্বিঘ্ন রাখতে এরইমধ্যে মেট্রোপলিটন পুলিশের বাইরেও সাড়ে ৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি থাকছে ২৫ প্লাটুন বিজিবি।
এবার চট্টগ্রাম সিটি নির্বাচনে দুই ধাপে প্রচারণার সময় তিনটি হত্যাকাণ্ডের ঘটনা উত্তাপ ছড়িয়েছে নগরজুড়ে। এছাড়া কাউন্সিলর ও মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, হাতাহাতি, পোস্টার ছেঁড়াসহ নানা অভিযোগের পাহাড় জমেছে নির্বাচন কমিশনে।
সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ৭৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪১৬টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে চার স্তরের নিরাপত্তার ছক এঁকেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি। মোতায়েন করা হচ্ছে পুলিশ, বিজিবিসহ র্যাবের ৪১টি টহল দল। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে নগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট, কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াট সদস্যরা।
ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে ৬ জন সশস্ত্র পুলিশ সদস্যসহ দায়িত্ব পালন করবেন ১৮ জন নিরাপত্তাকর্মী। ভোটাররা যাতে ভীতিহীনভাবে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান।
এবারের সিটি নির্বাচনে মেয়র ও বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত করবেন ১৯ লাখ ৩৮ হাজার ভোটার। ২৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।