দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশির মৃত্যু
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২৪/০১/২০২১ , ৫:০১ অপরাহ্ণ | বিভাগ: প্রবাস


করোনা ও এর উপসর্গ নিয়ে দক্ষিণ আফ্রিকায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
আজ সকালে করোনার উপসর্গ নিয়ে মোজাম্বিকের মানিকা প্রভিন্সিয়ার সিমুইতে আব্দুল মালেক নামে একজনের মৃত্যু হয়। তার বাড়ি চট্টগ্রামের বাশখালীতে।
তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গতকাল দেশটির জোহানেসবার্গের একটি হাসপাতালে জামাল উদ্দিন নামের একজনের মৃত্যৃ হয়। তার বাড়ি ঢাকার বিক্রমপুরে। ওইদিনই জোহানেসবার্গের লেনাসিয়ায় বাংলাদেশি কমিউনিটির উপস্থিতিতে জানাজা শেষে দাফন করা হয়েছে।
এর আগে শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় মোজাম্বিকে বাংলাদেশি আলেম মাওলানা মুহাম্মদ আবুল কাশেম করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তার বাড়ি ফেনীতে।