নাঈমুল আবরারের মৃত্যু : ৯ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৬ জানুয়ারি
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৪/১২/২০২০ , ২:৪০ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ,আইন ও বিচার,জাতীয়,বিশেষ প্রতিবেদন

কিশোর আলোর অনুষ্ঠানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাঈমুল আবরারের অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৬ জানুয়ারি ধার্য করা হয়েছে।
২০১৯ সালের ১ নভেম্বর কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় নবম শ্রেণির ছাত্র নাঈমুল আবরার রাহাত। ৬ নভেম্বর আবরারের বাবা মজিবুর রহমান প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এর পর চলতি বছরের ১৬ জানুয়ারি প্রথম আলো সম্পাদক, কিশোর আলো সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ।