বাংলাদেশের অর্থ যে জানে, বুঝে, ও ধারণ করে, এই দেশ তার
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৬/১২/২০২০ , ৪:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: ফেসবুক থেকে

এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে, জাতির পিতার জন্মশতবার্ষিকীর বছরে, এই সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সংবিধানের মূলনীতির পক্ষে দাঁড়াতে কোনো বাঙালির দুইবার চিন্তা করতে হবে না। চিন্তা করতে হবে, ভয় পেতে হবে তাদের, যারা আমাদের স্বাধীনতার সরাসরি বিরোধিতা করেছে, যারা নিজেদের বাঙালি হিসেবে পরিচয় দিতে পারে না, যারা জাতির পিতার হত্যার পর নাজাত দিবস পালন করেছে, যারা ৭৫ পরবর্তী বাংলাদেশকে পাকিস্তানকরণ করেছে, যাদের বর্তমান কার্যক্রম আমাদের সংবিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক, যাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা একটি মজা করার ব্যাপার, যাদের লক্ষ্য বাংলাদেশকে প্রগতির পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া।
বাংলাদেশের অর্থ যে জানে, বুঝে, ও ধারণ করে, এই দেশ তার। এই দেশকে যে জানে না, বুঝে না, ধারণ করে না, এই দেশ তার না।
জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু।
লিখেছেন: শাহ আলী ফরহাদ