বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের পয়েন্ট টেবিল
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০১/১২/২০২০ , ৯:৩৩ অপরাহ্ণ | বিভাগ: খেলাধূলা

বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে আজ একদিনের বিরতী। বুধবার আছে দুই ম্যাচ। তার আগে দেখে নেয়া যাক পয়েন্ট টেবিলের অবস্থা।
আসরে এখন অবদি তিনে তিন গাজী গ্রুপ চট্টগ্রাম। সবাইকে তাক লাগিয়ে এখন পর্যন্ত খেলা সব ম্যাচেই জয় পেয়েছে মুস্তাফিজরা। ৬ পয়েন্ট নিয়ে লিড করছে টেবিলে। প্রথম দুই ম্যাচে ব্যাক টু ব্যাক জয়ের পর শেষটায় বরিশালের কাছে হেরেছে রাজশাহী। তারপরও আছে টেবিলের দুইয়ে।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি অর্থাৎ চার ম্যাচ খেলা সাকিব, রিয়াদের জেমকন খুলনা রয়েছে টেবিলের তিনে। দুই জয় আর দুই হার ওদের। তিন ম্যাচে এক জয় নিয়ে তামিমের ফরচুন বরিশাল আছে টেবিলের চারে। আর একেবারে তলানীতে মুশফিকের বেক্সিমকো ঢাকা। তিন ম্যাচ খেলে কোন জয় পায়নি ওরা।