আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সন্ধ্যা ৬:৩৩
সর্বশেষ সংবাদ
অপরাধ, আইন ও বিচার জমজ নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিবেদন হাইকোর্টে

জমজ নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিবেদন হাইকোর্টে


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২৫/১১/২০২০ , ১২:০০ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ,আইন ও বিচার


জমজ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আর শিশু দুটিকে হাসপাতালে ভর্তির পর বাড়তি টাকা চাওয়ার কথা স্বীকার করেছে শিশু হাসপাতাল কর্তৃপক্ষ।
এ মামলার পরবর্তী শুনানি ১৮ই জানুয়ারি। শুনানির জন্য জেড আই খান পান্না, ড. শাহদীন মালিক, মনজিল মোরশেদ ও একজন শিশুরোগ বিশেষজ্ঞকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেয়া হয়েছে।
গত ৩ নভেম্বর দুই নবজাতকের চিকিৎসার জন্য তিনটি হাসপাতাল ঘুরে ব্যর্থ হয়ে শিশুদের মরদেহ নিয়ে হাইকোর্টে যান বাবা। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে আদালতে রুল জারি করেন। রুলে চিকিৎসায় অবহেলায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চাওয়া হয়।
এ ছাড়া তিন হাসপাতালের তিন পরিচালকের কাছে কেন দুই শিশুকে ভর্তি করা হয়নি তাও জানতে চাওয়া হয়।

Comments

comments