নামের সঙ্গে মায়ের নাম যোগ করুন, কেন বাবার নাম লিখছেন? ছেলেকে কুমার শানুর প্রশ্ন!
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২৫/১১/২০২০ , ১১:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


বিগ বস ১৪-র ঘর থেকে বেরিয়ে গিয়েছেন জান কুমার শানু। বসের ঘর থেকে বেরনোর পর স্বজনপোষণে তাঁর নাম জড়ানো নিয়ে যেমন নিজের বক্তব্য প্রকাশ করেন জান, তেমনি বাবার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তিনি। যা নিয়ে পেজ থ্রির পাতা সরগর হতেই এবার পালটা মুখ খুললেন কুমার শানু।
একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে কুমার শানু বলেন, জানের সব বক্তব্য শুনেছেন তিনি। জান এবার নিজের নাম পালটে ফেলুন। জান কুমার শানুর পরিবর্তে তাঁর নাম হওয়া উচিত জান রীতা ভট্টাচার্য। জানের জন্য তাঁর মা যা করেছেন কিংবা এখনও করছেন বলে প্রকাশ করা হয়েছে, তা খুব ভাল বিষয়। জান তাঁর মা-কে আরও বেশি করে ভালবাসুন, শ্রদ্ধা করুন। এটাই চান তিনি। সেই কারণে এবার জান রীতা ভট্টাচার্য হওয়া উচিত তাঁর ছেলের নাম। তাঁর নামের সঙ্গে জানের নাম জড়িয়ে থাকলে, মানুষ অকারণ বাবার সঙ্গে ছেলের তুলনা করবেন। যা একজন নবাগতর জন্য বেশ চাপের বিষয় বলেও মন্তব্য করেন জনপ্রিয় গায়ক।
তিনি আরও বলেন, প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তিন ছেলের কাছ থেকে তিনি দূরে সরে যান। জেসি, জিকো এবং জানের দায়িত্ব তাঁদের মায়ের হাতে চলে যায়। এরপরই তিনি ছেলেদের সঙ্গে সব সময় দেখা করতে পারতেন না। মুম্বই-সহ দেশের অন্য জায়গায় কাজ কমতে শুরু করায়, এরপর তিনি বিদেশে পাড়ি দিতে শুরু করেন বিভিন্ন অনুষ্ঠানের জন্য। ফলে বর্তমান স্ত্রী সালোনি এবং দুই মেয়েকেও তিনি সেভাবে সময় দিতে পারেন না। এসবের মাঝে তিনি যখনই মুম্বইতে ফেরেন, তখন ছেলেদের সঙ্গ দেওয়ার চেষ্টা করেন। জেসি, জিকো, জানের সঙ্গে বেশ কয়েকবার ঘুরতে বেরিয়েছেন, ডিনার করেছেন তিনি কিন্তু সেটা অনেক কম। তবে ফোনের মাধ্যমে ছেলেদের সঙ্গে সব সময় তিনি যোগাযোগ করার চেষ্টা করেন বলেও জানান কুমার শানু।
সম্প্রতি বিগ বসের ঘরে ঢুকে মারাঠি ভাষাকে অপমান করেছেন বলে জানের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করে শিবসেনা। এরপরই কুমার শানু প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন শিবসেনা এবং মারাঠি মানুষের কাছে। পাশাপাশি জানের মা তাঁকে কী শিক্ষা দিয়েছেন বলেও প্রশ্ন তোলেন তিনি।