চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা আশিস রায়
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২৫/১১/২০২০ , ১১:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


চলে গেলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আশিস রায়। মঙ্গলবার ভোরে মৃত্যু হয় অভিনেতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
বেশ কয়েকদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন আশিস রায়। মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বেশ কয়েকদিন চিকিৎসার পর বাড়ি ফিরিয়ে আনা হয় আশিস রায়কে। ওই সময় তাঁর ডায়ালায়সিসও শুরু হয় কিন্তু আর্থিক টানাপোড়েনের জেরে শেষ পর্যন্ত অভিনেতার ডায়ালিসিস কীভাবে হবে, তা নিয়ে চিন্তায় পড়ে যান ঘনিষ্ঠরা। ওই সময় আশিস রায়ের হয়ে সাহায্যের আবেদনও জানানো হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
জানা যায়, সালমান খানের কাছেও সাহায্যের আবেদন জানানো হয়।
তিনি সুস্থ হয়ে গেলে, সবার সব টাকা ফিরিয়ে দেবেন বলে নিজে জানান আশিস কিন্তু শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার ভোর ৩.৪৫-এ মৃত্যু হয় সশুরাল সিমর কা-খ্যাত অভিনেতার। আশিস রায়ের মৃত্যুর খবরে শোক প্রকাশ করে সিনটার তরফে।