আজ: ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৩:১৭
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক বিশ্বে প্রথম স্যানিটারি পণ্য বিনামূল্যে দিচ্ছে স্কটল্যান্ড

বিশ্বে প্রথম স্যানিটারি পণ্য বিনামূল্যে দিচ্ছে স্কটল্যান্ড


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২৫/১১/২০২০ , ১০:১০ পূর্বাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


বিশ্বের প্রথম কোন দেশ হিসেবে নারীদের জন্য পিরিয়ডের সকল পণ্য বিনামূল্যে দিচ্ছে স্কটল্যান্ড। গতকাল মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এই সংক্রান্ত বিল সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়।

প্রতিবেদনে বলা হয়েছে, এখন দেশটির স্থানীয় কর্তৃপক্ষের ওপর দায়িত্ব আরোপ করা হয়েছে যেন পিরিয়ডের সকল পণ্য যার মধ্যে স্যানিটারি প্যাড, টেম্পন বা তুলার পট্টি রয়েছে এসব যাদের প্রয়োজন তারা একদম বিনামূল্যে পায়।

সিএনএন জানিয়েছে, দেশটিতে এখন পিরিয়ডের সকল পণ্য সরকারি ভবনগুলোতে পাওয়া যাবে। এসব ভবনের মধ্যে স্কুল ও বিশ্ববিদ্যালয় আছে।

বিনামূল্যে পিরিয়ডের পণ্যের বিলটি দেশটির পার্লামেন্ট সদস্য মনিকা লেলন সর্বপ্রথম তুলে আনেন। তিনি ২০১৬ সাল থেকে ‘পিরিয়ড পভার্টি’র ইতি টানতে ক্যাম্পেইন করে আসছেন। বিবিসি, সিএনএন

Comments

comments