আজ: ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ২:৩৭
সর্বশেষ সংবাদ
বিনোদন নায়ক রাজের পরিবারে করোনার হানা

নায়ক রাজের পরিবারে করোনার হানা


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২৫/১১/২০২০ , ১২:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


প্রয়াত কিংবদন্তি অভিনেতা নায়ক রাজের পরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ জন। নায়ক বাপ্পারাজ, সম্রাটসহ পরিবারের বেশিরভাগ সদস্যই করোনায় আক্রান্ত হয়েছেন। শুধুমাত্র নায়করাজের স্ত্রী খায়রুন্নেছা লক্ষ্মী আক্রান্ত হননি। অন্যরা সবাই আইসোলেশনে আছেন, পৃথক অবস্থান করছেন লক্ষী।
নায়ক সম্রাট জানান, নভেম্বরের তৃতীয় সপ্তাহের প্রথমদিকে নায়ক সম্রাট, বাপ্পারাজসহ তাদের স্ত্রী-সন্তানরা আক্রান্ত হন। এমনকি গৃহপরিচারিকাও করোনা পজিটিভ।
বাপ্পারাজ বলেন, ‘আমরা সবাই ডাক্তারের পরামর্শ মতো বাসাতে আছি। সবার শারীরিক অবস্থা ভালো। সবাই দোয়া করবেন।’
আরও জানা যায়, নায়করাজের স্ত্রী আপাতত ক্যান্টনমেন্টে তার বোনের বাসায় আছেন। ভাইরাস সংক্রমণ এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রাজপরিবার থেকে।
বাপ্পারাজ আরও বলেন, ‘পুরো করোনাকালীন সময় থেকেই আমরা সবাই বাসায় খুব সতর্কতার সঙ্গে চলেছি। তারপরও কীভাবে কী হলো বুঝিনি। আমার কথা হলো, করোনাকে কেউ হালকাভাবে নেবেন না। সবাই স্বাস্থ্যবিধি মানুন।’

Comments

comments