আজ: ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১:৩৭
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক ‘হারিয়ে যাচ্ছে উইঘুরদের ভাষা’

‘হারিয়ে যাচ্ছে উইঘুরদের ভাষা’


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২৪/১১/২০২০ , ৩:০০ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


চীনে উইঘুরদের সারাদিনই কম্যুনিস্ট আদর্শ এবং চীনা সংস্কৃতির শিক্ষা দেওয়া হয়। ফলে উইঘুরদের পরবর্তী প্রজন্ম তাদের নিজেদের ভাষা এবং সংস্কৃতি হারিয়ে ফেলতে পারে। কানাডার সংবাদমাধ্যম দ্য পোস্ট মিলেনিয়ালকে দেওয়া সাক্ষাতকারে এমন শঙ্কা প্রকাশ করেছেন চীনের উইঘুর অঞ্চলের এক্টিভিস্ট আব্দুওয়েলি আয়ুপ।

সাক্ষাতকারে আয়ুপ বলেন, জিনজিয়াংয়ের রাজধানী উরুমকিতে উইঘুরদের জন্য কোনো কিন্ডারগার্টেন নেই। আবার উইঘুরদের আত্মপরিচয় মুছে ফেলে মূলস্রোতে নিয়ে আসতে সেখানে ডিটেনশন ক্যাম্পও তৈরি করেছে চীন সরকার।

আব্দুওয়েলি আয়ুপ অভিযোগ করে বলেন, কমিউনিস্ট পার্টির প্রশংসা করানোর জন্য চীন জোর করে দেশপ্রেমের গান গাওয়ায়। আর ওই সব গানে থাকে মাও সেতুংসহ অন্যান্য কমিউনিস্ট নেতাদের প্রসংসা। এটা কোনো দেশ প্রেম নয় । এছাড়া উইঘুরদের দিয়ে জোর করে কমিউনিস্ট পার্টির প্রশংসা লেখানো হয়।

২০১৩ সালে চীনের সেনাদের হাতে গ্রেফতার হয়েছিলেন আয়ুপ। সেই অভিজ্ঞাতা বর্ণনা করতে গিয়ে আয়ুব জানান, তখন তাকে আমেরিকান গুপ্তচর হিসেবে প্রমাণ করতে চেয়েছিল চীন।

চীনের শিশুদের দুরাবস্থার কথা উল্লেখ করে আয়ুপ আরো বলেন, উইঘুরে প্রায় ৯ লাখ শিশুর পরিবার নেই। এটা খুব কষ্টদায়ক।

Comments

comments