আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, বিকাল ৫:১৬
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক ভারতে গো-ক্যাবিনেটের গরু মন্ত্রণালয়

ভারতে গো-ক্যাবিনেটের গরু মন্ত্রণালয়


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২৪/১১/২০২০ , ৬:১৫ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


ভারতে যাত্রা শুরু করেছে গো ক্যাবিনেটের গরু মন্ত্রণালয়। গরু রক্ষা করতে ভারতের মধ্যপ্রদেশে নতুন এই মন্ত্রণালয় গঠন করেছে রাজ্য সরকার। মধ্যপ্রদেশ সরকারের এই আশ্চর্য পদক্ষেপে রীতিমতো সাড়া পড়ে গেছে।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, গো কেবিনেট শুধু ভারতেই নয় বরং বিশ্বে প্রথম। গত রবিবার এই ক্যাবিনেটের প্রথম মিটিং অনুষ্ঠিত হয়েছে। মধ্যপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানই এই ক্যাবিনেটের নেতৃত্বে।

জানা যায়, প্রথম বৈঠকে রাজ্য জুড়ে গোশালা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গো-রক্ষাই এই পদক্ষেপের উদ্দেশ্য। দেশ জুড়ে এখন যে গরু-রাজনীতি চলছে তাতে যাতে পিছিয়ে পড়তে না হয় সেজন্য এমন পরিকল্পনা।

গরু ক্যাবিনেটে মোট ছ’টি মন্ত্রণালয় রাখা হয়েছে। পশুপালন, বন, পঞ্চায়েত, কৃষি, স্বরাষ্ট্র ও অর্থ। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং জানিয়েছেন, গরুর রক্ষণাবেক্ষণ ও কল্যাণের বিষয়টি দেখবে গরু মন্ত্রীসভা।

গো-কল্যাণে গোশালা তৈরি, গরুদের খাবার দেওয়া, গরু অভয়ারণ্যের কাজ করতে প্রয়োজনীয় টাকা বের করতে সমাধান বের করেছেন শিবরাজই। তিনি বলেন, গোমাতার কল্যাণ ও গোশালা তৈরির জন্য সামান্য কর বসানো হতে পারে রাজ্যে। ফলে অদূর ভবিষ্যতে মধ্যপ্রদেশের মানুষকে গরু-করও দিতে হতে পারে।

Comments

comments