আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সন্ধ্যা ৬:৩৮
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ ধুনটে পৌর নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের কর্মীসভা

ধুনটে পৌর নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের কর্মীসভা


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২৪/১১/২০২০ , ৪:০০ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচন উপলক্ষে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, যুগ্ন সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসীন আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী সাহা।
৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে কর্মীসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, ভিপি সাইফুল ইসলাম, রবিউর আওয়াল, যুগ্ন সাধারণ সম্পাদক বাহাদুর আলী, ধুনট পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক কামরুল হাসান, রাকিবুল হাসান বিদ্যৎ, ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, কাউন্সিলর প্রার্থী জমিদার শাহজাহান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা রিমান প্রমূখ।

Comments

comments