ময়মনসিংহ সিটি কর্পোরেশনে মশক নিধন অভিযান উদ্বোধন
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২৪/১১/২০২০ , ৫:১৭ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মাসিক) এর ৩৩ টি ওয়ার্ডে একযোগে মশক নিধন অভিযানের শুভ উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রাঙ্গণে নিজ হাতে ফগার মেশিন ও হ্যান্ড স্প্রে মেশিনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযানের উদ্বোধনকালে ময়মনসিংহ মহানগরীকে এক নম্বর নগরীতে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন। এই লক্ষ্যে অর্জনে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোঃ আনোয়ার হোসেন, সচিব রাজীব কুমার সরকার,প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ.কে. দেবনাথ, খাদ্য ও সেনিটেশন কর্মকর্তা দীপক মজুমদার সহ সিটি কর্পোরেশনের পদস্থ কর্মকর্তাবৃন্দ।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর স্বাস্থ্য বিভাগ সমগ্র সিটি কর্পোরেশন এলাকাকে ৩ টি জোনে বিভক্ত করে প্রতি জোনে ৪ দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধে এই মশক নিধন কার্যক্রম বাস্তবায়ন করবে। পরিকল্পনা আওতায় প্রতিদিন সকাল ১০ টা থেকে ৩ টা পর্যন্ত এবং বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত ফগার মেশিন দিয়ে এডাল্ট মশক নিধন ও স্প্রে মেশিন দিয়ে লার্ভা নিধন কার্যক্রম চলবে।