বাইডেনকে মার্কিন রাষ্ট্রপতি হিসেবে মানতে নারাজ পুতিন
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২৩/১১/২০২০ , ৪:০০ পূর্বাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


চিনের পর এবার রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী জো বাইডেনকে মার্কিন রাষ্ট্রপতি হিসেব মানতে রাজি নন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রবিবার (২২নভেম্বর) রাশিয়ার সরকারি টিভি চ্যানেলে পুতিন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ যাঁর ওপরে ভরসা করেন তাঁর সঙ্গেই কাজ করতে চাই। তবে প্রতিপক্ষ যখন অন্যের জয় মেনে নেন তখনই তাকে জয় বলি।’
২০১৬ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ট্রাম্পের জয় নিয়ে রাশিয়ার দিতে আঙুল তুলেছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি। দাবি ছিল, ডোনাল্ড ট্রাম্পের জয়ের পেছনে রাশিয়ার হাত রয়েছে।
ফলে সেই রাশিয়া এখন বাইডেনের জয় নিয়ে চিন্তিত। রাশিয়া মনে করছে, জো বাইডেনের নির্বাচনের ফলে রাশিয়ার ওপরে মার্কিন নিষেধাজ্ঞার বহর আরও বাড়বে।
জো বাইডেনের নির্বাচনকে মান্যতা না দিলেও রাশিয়া অবশ্য জানিয়ে দিতে ভোলেনি, এর পেছনে সবটাই হল আনুষ্ঠানিকতা। কারণ জয় পেতে গেলে তা সবপক্ষকে মেনে নিতে হবে।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসায় রুশ-মার্কিন সম্পর্কের ক্ষতি হবে কিনা! এমন প্রশ্নের উত্তরে পুতিন বলেন, নতুন করে ক্ষতি হওয়ার কিছু নেই। আগে থেকেই দু’দেশের সম্পর্ক নষ্ট হয়ে আছে।