আজ: ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৩:৫৯
সর্বশেষ সংবাদ
বিনোদন না ফেরার দেশে অভিনেত্রী লীনা

না ফেরার দেশে অভিনেত্রী লীনা


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২৩/১১/২০২০ , ১০:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় টিভি অভিনেত্রী লীনা আচার্য। শনিবার কিডনিজনিত সমস্যায় তিনি মারা গেছেন।

ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন লীনা। লীনাকে সুস্থ করার জন্য তার মা একটি কিডনিও দান করেছিলেন। তবে শেষরক্ষা হলো না।

প্রথমে রটেছিল, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেত্রীর। পরে অবশ্য পরিবারের পক্ষ থেকে জানানো হয় কিডনি বিকল হওয়ার কারণেই মারা যান লীনা।

আরও পড়ুন: ধর্মের টানে বলিউড ছাড়া সেই অভিনেত্রী এখন মুফতির স্ত্রী

‘শেঠ জি’, ‘আপকি আ জানে সে’, ‘মেরি হানিকারক বিবি’সহ বেশ কিছু হিন্দি ধারাবাহিক ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন লীনা। গত এক বছর ধরে তিনি কিডনির চিকিৎসা নিচ্ছিলেন।

এই অভিনেত্রীর মৃত্যুতে শোক জ্ঞাপন করে চিত্রনাট্যকার ও অভিনেতা অভিষেক গৌতম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘আমার কাছের বন্ধু ও খুবই চমৎকার একজন অভিনেত্রী লীনা আচার্য। সবসময়ই অন্যের পাশে থাকত। পৃথিবী থেকে বিদায় নিয়েছে। একজন ভালো বন্ধু হারালাম। তোমাকে অনেক মনে পড়বে।’

এই অভিনেত্রীকে স্মরণ করে তার সহ-অভিনেতা রোহান মেহরা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘শান্তিতে থাকুন লীনা আচার্য ম্যাডাম। আপনাকে মনে পড়বে।’

Comments

comments