আজ: ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১:৪১
সর্বশেষ সংবাদ
খেলাধূলা লিডসের সঙ্গে আর্সেনালের স্বস্তির ড্র

লিডসের সঙ্গে আর্সেনালের স্বস্তির ড্র


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২৩/১১/২০২০ , ৯:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: খেলাধূলা


পুরো ম্যাচে আক্রমণে আধিপত্য করল লিডস ইউনাইটেড। কিন্তু গোলরক্ষক বার্নড লেনোর বাধা পেরুতে পারল না দলটি। বাঁধ সাধল পোস্ট আর ক্রসবারও। প্রতিপক্ষের মাঠ থেকে স্বস্তির ড্র নিয়ে ফিরল দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা একজন কম নিয়ে খেলা আর্সেনাল। লিডসের মাঠে রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
ম্যাচের শুরু থেকে লিডস বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও প্রথম সুযোগটি পায় আর্সেনাল। তবে ডি-বক্সের বাইরে থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি দানি সেবাইয়োস। দুই মিনিট পর সুযোগ আসে লিডসের প্যাট্রিক ব্যামফোর্ডের সামনে। সতীর্থের কাট-ব্যাক ছয় গজ বক্সের সামনে পেয়ে গোলরক্ষক বরাবর শট নেন এই ইংলিশ ফরোয়ার্ড।
২১তম মিনিটে বাঁ দিক থেকে আর্সেনালের নিকোলাস পেপের কোনাকুনি শট লাগে ক্রসবারে ওপরের দিকে। ৩০তম মিনিটে কাছ থেকে ব্যামফোর্ডের নেওয়া শট ঝাঁপিয়ে ফেরান লেনো।
দ্বিতীয়ার্ধের শুরুতে বড় ধাক্কা খায় আর্সেনাল। লিডসের আলিওস্কিকে অযথা মাথা দিয়ে গুঁতো মেরে বসেন পেপে। ভিএআরের সাহায্য নিয়ে তাকে লাল কার্ড দেখান রেফারি। ৬৪তম মিনিটে এগিয়ে যেতে পারতো লিডস। তবে স্টুয়ার্ট ডালাসের প্রচেষ্টা দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে জাল অক্ষত রাখেন জার্মান গোলরক্ষক লেনো।
৮১তম মিনিটে ভাগ্যের ফেরে গোল পায়নি স্বাগতিকরা। ডি-বক্সের বাইরে থেকে রদ্রিগোর জোরালো শট গোলরক্ষককে ফাঁকি দিলেও ক্রসবারে লেগে ফেরে।
চার মিনিট পর ভালো একটি সুযোগ পেয়েছিল আর্সেনাল। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি দ্বিতীয়ার্ধে বদলি নামা বুকায়ো সাকা। তার শট দারুণ দক্ষতায় ফেরান গোলরক্ষক।
নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে সতীর্থের ক্রসে ব্যামফোর্ডের হেড পোস্টে লেগে ফিরলে আরেকবার হতাশ হতে হয় ১৬ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা লিডসকে। যোগ করা সময়ে তাদের আরও একটি চেষ্টা বাধা পায় পোস্টে।

Comments

comments