হালুয়াঘাটে যুবলীগ প্রেসিডিয়াম সদস্য জুয়েল আরেং কে সংবর্ধনা
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২৩/১১/২০২০ , ১০:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং এমপি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ায় সংবর্ধনা দিয়েছে হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবন্দ।
গতকাল রবিবার (২২ নভেম্বর) বিকাল ৫টায় হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা সভায় ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। এর আগে বিশাল মোটর শোভাযাত্রায় জুয়েল আরেং কে অভ্যর্থনা জানান যুবলীগ নেতাকর্মীরা।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য এমপি জুয়েল আরেং বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে না। আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার নির্বাচনী এলাকাসহ আপামর জনসাধারণের কল্যাণে কাজ করে যেতে চাই। বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় আমি কৃতজ্ঞ। যুবলীগকে সংঘটিত ও আরো শক্তিশালী করার লক্ষ্যে ও আমার ওপর অর্পিত দায়িত্ব আমি পালন করে যাব।
তিনি উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগসহ সকল সহযোগী সংগঠনসহ গণমানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমার অর্জিত সকল সাফল্যই আপনাদের।
আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়মী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র খায়রুল আলম ভূঞাসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবন্দ।