ছাতকে নৌযান থেকে অবৈধ চাঁদাবাজির অভিযোগে আটক ৫
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২২/১১/২০২০ , ১:২২ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে চলন্ত নৌযান থেকে অবৈধ চাঁদাবাজির অভিযোগে ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার সকালে লাফার্জ-হোলসিম সিমেন্ট কোম্পানী ফেরীঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলো উপজেলার ইসলামপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের মৃত নেছার আহমদের ছেলে রুহুল আমিন (৩৮), গনেশপুর গ্রামের আজিজুল হকের ছেলে চম্পন মিয়া (৩০), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস গ্রামের সোনা মিয়ার ছেলে উজ্জল মিয়া (৩২), একই এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে রুবেল মিয়া (৩০) ও তারই ভাই ফরিদ মিয়া (২৮)। শনিবার সকালে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুরমা নদীতে পাথর-বালু ভর্তি নৌযান থেকে ‘বাংলাদেশ ইঞ্জিন এন্ড বল্কহেড বোট ওনার্স এসোসিয়েশন’ নামে বেশ কিছুদিন ধরে অবৈধ ভাবে চাঁদা আদায় করা অভিযোগ উঠে।
গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মহিন উদ্দিন ওসহকারী উপ-পরিদর্শক মো.আবু তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার ভোরে লাফার্জ-হোলসিম সিমেন্ট কোম্পানী ফেরীঘাট সংলগ্ন এলাকা থেকে ৫ জনকে আটক করেন।
এ সময় তাদের কাছ থেকে নৌযান থেকে ছিনিয়ে নেওয়া ২টি মোবাইল সেট, চাঁদা আদায়ের রশিদ বই ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করেন।
থানার ওসি শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নদী পথে অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশি তৎপরতা অব্যাহত আছে এবং থাকবে।