আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সকাল ১০:৫০
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক মদ শেষ হওয়ায় স্যানিটাইজার পানে ৭ জনের মৃত্যু

মদ শেষ হওয়ায় স্যানিটাইজার পানে ৭ জনের মৃত্যু


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২২/১১/২০২০ , ১২:৩২ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


পার্টিতে মদ শেষ হয়ে যাওয়ায় হ্যান্ড স্যানিটাইজার পান করে রাশিয়ায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া কোমায় রয়েছেন আরও দুজন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাশিয়ার ইয়াকুতিয়া অঞ্চলের তাত্তিনস্কি জেলার তমতর গ্রামে গত বৃহস্পতিবার এক দল লোক পার্টি করছিলেন। অনুষ্ঠানের মাঝখানে তাদের পানীয় শেষ হয়ে যাওয়ায় হাতের কাছে থাকা করোনাভাইরাস প্রতিরোধী হ্যান্ড স্যানিটাইজার পান করেন। এতে প্রাথমিক তিনজন, পরে হাসপাতালে গত দুই দিনে আরও চারজনের মৃত্যু হয়।
মারা যাওয়া সাতজনের মধ্যে প্রথম তিনজনের একজন ৪১ বছর বয়সী নারী। দুজনের বয়স ২৭ এবং ৫৯ বছর।
এ অবস্থায় অসুস্থ বাকি ছয়জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে আনা হয়। এর মধ্যে শুক্রবার আরও তিনজনের মৃত্যু হয়। যাদের বয়স ২৮, ৩২ এবং ৬৯। আর শনিবার অপর ব্যক্তির মৃত্যু হয়। তার বয়স জানা যায়নি।
এ বিষয়ে রাষ্ট্রীয় আঞ্চলিক প্রসিকিউটর বলেন, স্যানিটাইজার পাণের কারণে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। তারা যা পান করেছেন তাতে ৬৯ শতাংশ মিথানল ছিল, যা করোনা মহামারির সময়ে হ্যান্ড স্যানিটাইজার হিসেবে বিক্রি করা হয়।

Comments

comments