আশাশুনিতে মোবাইল কোর্টে ৮ জনকে জরিমানা
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২২/১১/২০২০ , ১২:৪৭ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কওে ৮ জনকে জরিমানা করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে আশাশুনি সদর ও আশাশুনি টু সাতক্ষীরা সড়কে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আশাশুনি সদরের বিভিন্ন স্থানে এবং আশাশুনি টু সাতক্ষীরা সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সামাজিক দূরত্ব না মানা এবং মাস্ক ব্যবহার না করার অপরাধে ৮ জনকে ১০০০ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন সুলতানা আদালত পরিচালনা করেন।
এ সময় সহকারী হিসাবে মুস্তাফিজুর রহমান ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।