আজ: ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৪:৩৫
সর্বশেষ সংবাদ
বিনোদন লকডাউনে স্তনদুগ্ধ দান করে ভাইরাল প্রযোজক

লকডাউনে স্তনদুগ্ধ দান করে ভাইরাল প্রযোজক


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২১/১১/২০২০ , ১০:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


সন্তানের জন্মের পর থেকেই মায়ের স্নের দুগ্ধ তাকে বেড়ে উঠতে সাহায্য করে। কিন্তু এমন লক্ষ লক্ষ কেস দেখা যায়, যেখানে মা অসুস্থতার কারণে সন্তান স্তনদুগ্ধ পায় না। আবার এমনটাও দেখা যায় যে শিশুটি মাতৃহারা। এদের কথা মাথায় রেখেই এবার মানবিক উদ্যোগ নিলেন প্রযোজক নিধি পারমার।
তিনি সাফ জানালেন, যদি কেউ স্তনদুগ্ধ দান করতে চান, তাঁরা পারেন। এতে শত শত শিশুর মঙ্গল।
কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন এই প্রযোজক। সান্ড কি আঁখ ছবি করার পরই অন্তঃসত্ত্বা হয়ে ছিলেন তিনি। সাত মাস হল তাঁর সন্তানের জন্ম দিয়েছেন। ছোট্ট ছেলেকে স্তনদুগ্ধ পান করানোর পর বেশ খানিকটা দুধ রয়ে যেত। যা তিনি নষ্ট না করে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর কথায় কেউ যদি একটু যত্নের সঙ্গে এই দুধ সংরক্ষণ করেন ফ্রিজে তা তিন মাস পর্যন্ত থাকতে পারে।
প্রযোজকের এই মানবিক উদ্যোগের জন্য বহু শিশু উপকৃত হয়েছে। এই কাজের জন্য আরও একবার খবরের শিরোনামে উঠে এলো নিধির নাম। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল এই খবর। নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে এই খবর জানালেন তিনি। মুহূর্তে যা হয়ে উঠে ভাইরাল। জনসচেতনতা গড়ে তোলার জন্য এই উদ্যোগকে কুর্ণিশ নেটিজেনদের।

Comments

comments