আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সকাল ১০:৩৭
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ কুড়িগ্রামে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রামে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২১/১১/২০২০ , ৯:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। শুক্রবার মধ্যরাতে খাটিয়ামারী সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানান রৌমারীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর বিল্লাহ।
নিহত হাসিনুর রহমান ওরফে ফকিরজান (২৮) খাটিয়ামারী গ্রামের বাসিন্দা আবুল হোসেনের পুত্র।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক সীমান্ত ১০৬২/৩এস পিলারের কাছে যায় হাসিনুর। এ সময় আসাম রাজ্যের হাটশিংমারী জেলার মাইনকারচর থানার কসুনিমারা ক্যাম্পের বিএসএফ-৬ ব্যাটালিয়ন সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। গুলি তার বুকে ও পেটে লাগলে রাতেই তাকে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তবে জামালপুর বিজিবি-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল একে আজাদ এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।

Comments

comments