আজ: ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১:৩১
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ দুর্গাপুরে মণিসিংহের মৃত্যুবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

দুর্গাপুরে মণিসিংহের মৃত্যুবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২০/১১/২০২০ , ৭:২০ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


উপমহাদেশের প্রখ্যাত রাজনৈতিক নেতা, মুক্তিযুদ্ধ কালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, টংক তথা তেভাগা আন্দোলনের মহানায়ক, কিংবদন্তী বিপ্লবী নেতা কমরেড মণিসিংহের মৃত্যুবাষিকী উদযাপনে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে মণিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মণিসিংহ মেলা উদযাপন কমিটির আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার এর সভাপতিত্বে সভায় আলোচনায় অংশনেন কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন মুকুল, একেএম ইয়াহিয়া, কাউন্সিলর মতিউর রহমান, বীরেশ^র চক্রবর্ত্তী, সাংবাদিক মোহন মিয়া, ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সিপিবি সাবেক সভাপতি ডা: সোহরাব উদ্দিন, উপজেলা সিপিবি সভাপতি আলকাস উদ্দিন মীর, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক, এড. মানেশ সাহা, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, উপজেলা আওয়ামীলীগের সহ:সভাপতি আলী আসগর, কমরেড ডাঃ দিবালোক সিংহ প্রমুখ।
বক্তারা বলেন, প্রতি বছরই ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারী পর্যন্ত কমরেড মণিসিংহের আদর্শকে লালন করে ৭দিন ব্যাপি যে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে এ বছর মহামারী করোনার কারনে তা সীমিত আকারে উদযাপন করার সিদ্ধান্ত হয়। সেই সাথে মেলা কমিটি অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ রুহুল আমীন চুন্নু, এড. আব্দুল গণি ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ফরাজী, ডাঃ রাশিদা আক্তার সহ অত্র অঞ্চলের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের জন্য কমিটির পক্ষ থেকে এক শোক প্রস্তাব গ্রহন করা হয়।

Comments

comments