আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সকাল ১১:২৯
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরের চুরি হওয়া মূর্তি ২৪ ঘণ্টায় উদ্ধার, আটক ৫

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরের চুরি হওয়া মূর্তি ২৪ ঘণ্টায় উদ্ধার, আটক ৫


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২০/১১/২০২০ , ৫:৩৭ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের প্রাচীন মন্দির ঠাকুর বাড়ি থেকে চুরি হওয়া মূর্তিগুলো উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার মধ্য রাতে ওই মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে ভোলাচং চৌধুরী পাড়ায় অভিযান চালিয়ে চুরি হওয়া আটটি মূর্তি উদ্ধার এবং চুরিতে জড়িত পাঁচজনকে আটক করে।

এর আগে ঠাকুর বাড়ির শিক্ষক মানিক চক্রবর্তী গতকাল বৃহস্পতিবার নবীনগর থানায় অজ্ঞাত আসামী দিয়ে একটি মামলা দায়ের করেন।তারই প্রেক্ষিতে পুলিশ রাতভর অভিযান চালিয়ে চুরি যাওয়া মালামাল সহ ঘটনায় জড়িত ৫জন কে আটক করে।

ঠাকুর বাড়ির শিক্ষক মানিক চক্রবর্তী পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, চুরি হওয়ার পর নবীনগর থানার আন্তরিকতায় আজ ভোর রাতেই আমাদের প্রাচীন মূর্তিগুলো উদ্ধার করা গেছে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ জানান, ঘটনার পরই পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে সারারাত অভিযান চালিয়েছে। ঘটনায় চুরি হওয়া মালামালসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

Comments

comments