রাজধানীতে ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার, ২৭৫টি মোবাইল উদ্ধার
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২০/১১/২০২০ , ৫:৫৫ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ,রাজধানী জুড়ে


রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে র্যাব ২৭৫টি মোবাইল উদ্ধার করেছে। এ সময় চোর ও ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- আব্দুল জলিল, কলিমুল্ল্যা, কাওসার আহমেদ তানভীর, সোহাগ ঢালী, হৃদয় হোসেন, নিরব হোসেন এবং রনি।
শুক্রবার র্যাব-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানীর মিরপুরের পল্লবী থানার সেকশন-১১ এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ২২ হাজার টাকাসহ বিভিন্ন ব্রান্ডের ৭টি পাওয়ার ব্যাংক এবং বিভিন্ন ব্র্যান্ডের ২৭৫টি মোবাইলফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইলফোনের মধ্যে ১৬২টি স্মার্টফোন এবং ১১৩টি ফিচার ফোন।
ছিনতাই চক্রের সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে, এই চক্রের সদস্যরা রাজধানীর বিভিন্ন স্থানে সাধারণ মানুষের কাছ থেকে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল অল্পদামে কিনে নিয়ে পল্লবী এলাকায় বিক্রি করছিল। তাদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।