আজ: ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সকাল ১১:৪১
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক ‘গিলগিট-বালতিস্তানের ভোটের ফলাফল কেউই গ্রহণ করবে না’

‘গিলগিট-বালতিস্তানের ভোটের ফলাফল কেউই গ্রহণ করবে না’


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২০/১১/২০২০ , ৩:৫৫ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


গিলগিট-বালতিস্তান আইনসভা নির্বাচনে ভোটের ফলাফল কেউই গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নাওয়াজ । বুধবারে মরিয়ম নাওয়াজ এমন মন্তব্য করেন।

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের এলাকা গিলগিট-বালতিস্তান। ওই অঞ্চলকে প্রদেশের মর্যাদা দিয়ে ২৪ আসনের আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ১৫ নভেম্বর।

বেসরকারি ফলাফলে নির্বাচনে ইমরান খানের দল পিটিআই একাই পেয়েছে ১০টি আসন । এছাড়া পিপিপি ৩ টি, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ২টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে জিতেছেন।

নির্বাচনের কারচুপির অভিযোগ তুলে নওয়াজ শরীফ কন্যা মরিয়ম বলেন, নির্বাচনী প্রচারণার সময় প্রায় ১০ দিন গিলগিট বালতিস্তানে ছিলাম। ঐ সময়, সেখানে নাগরিকদের বেশির ভাগটাই আমাদেরকে প্রদর্শন করছিলেন।

এর আগে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি অভিযোগ করেছেন যে, প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) গিলগিট বালটিস্তান আইনসভা নির্বাচনে ভোট কারচুপি করে বিজয় লুট করে নিয়েছে।

Comments

comments