নাগার্নো কারাবাখে প্রবেশ করেছে আজারবাইজানের সেনারা
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২০/১১/২০২০ , ৩:৪০ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


আজারবাইজানের সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, তারা নাগার্নো কারাবাখের আগদাম এলাকায় প্রবেশ করেছে।
যুদ্ধাবসানে রাশিয়ার মধ্যস্থতায় করা চুক্তির অংশ হিসেবে নাগার্নো কারাবাখের যে তিনি এলাকা আর্মেনিয়ার হস্তান্তর করতে হচ্ছে সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে আগদাম।
আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আজারবাইজান সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ২০ নভেম্বর আগদাম এলাকায় প্রবেশ করেছে। প্রায় ৩০ বছর ধরে আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা এ এলাকা নিয়ন্ত্রণ করে আসছিল।