মান্দায় দুই ট্রাকের সংঘর্ষ নিহত ২, আহত ৪
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২০/১১/২০২০ , ১১:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা ফেরিঘাট এলাকায় দাঁড়িয়ে বালু বোঝাই ট্রাকের সঙ্গে অপর ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের বাড়ি কুড়িগ্রাম জেলায়। নিহতদের দুই জনের নামই দীনেশ চন্দ্র বর্মন। তারা উভয়ই পান ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মান্দা থানার ওসি শাহিনুর ইসলাম জানান, সকালে ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহী খড় বোঝাই করে যাচ্ছিল। ঘটনাস্থল ফেরিঘাটে বালু বোঝাই একটি ট্রাক দাঁড়িয়েছিল। খড় বোঝাই ট্রাকটি দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। খড় বোঝাই ট্রাকে থাকা পান ব্যবসায়ীদের মধ্যে ঘটনাস্থলেই দুই জন মারা যান। সংবাদ পেয়ে সহযোগিতায় ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, নিহত ব্যবসায়ীরা সকালে বিভিন্ন ট্রাকে করে রাজশাহী এলাকায় আসেন পান নিতে। পান কেনা হলে ট্রাক ভাড়া করে তারা চলে যেতেন নিজ নিজ এলাকায়। ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।