জামালপুরে ১৪২১ পিস ইয়াবাসহ ভারতীয় পণ্য উদ্ধার
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২০/১১/২০২০ , ১০:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: অপরাধ,আইন ও বিচার,জেলা সংবাদ,প্রেস বিজ্ঞপ্তি,ময়মনসিংহ বিভাগ

জামালপুরে ইয়াবাসহ ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি।
৩৫ বিজিবির পরিচালক অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ, ১৩ নভেম্বর হতে ১৯ নভেম্বর পর্যন্ত কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাধীন সাহেবের আলগা, দাঁতভাংগা, বড়াইবাড়ী, রৌমারী, মোল্লারচর, খেয়ারচর ও হিজলামারী বিওপির সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৪২১ পিস ইয়াবা ট্যাবলেট, ৪টি গরু, ৪.৭ কেজি পেয়াঁজের বীজ, ৭২০টি আতশবাজি (চকলেট বাজি) এবং ১৫৮ প্যাকেট বাংলাদেশী ধানের বীজ (মালিকবিহীন অবস্থায়) আটক করা হয়। যার সিজার সর্বমোট সিজার মূল্য-৬,৮১,৯৪০ টাকা। আটক মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।