শিরোপায় চোখ রাজশাহীর
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৯/১১/২০২০ , ৬:১০ অপরাহ্ণ | বিভাগ: খেলাধূলা


ড্রাফটের লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়লেও, যে দল বানানো হয়েছে তা নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টির শিরোপার লড়াই সম্ভব বলে মনে করেন মিনিস্টার রাজশাহীর কর্ণধার। আর ব্যক্তিগত নৈপুণ্যের চেয়েও দলীয় পারফরম্যান্সের ওপর জোর দিচ্ছেন কোচ সারওয়ার ইমরান। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে এ দলটাকে নিয়ে আশাবাদী অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
পদ্মাপাড়ে নাকি ঝড় উঠেছে পুরো দেশকে জানান দিয়ে। ক্রিকেটের ২২ গজ মাতাবে এবার রাজশাহীর ব্যাটাররা, বুকে সাহস নিয়ে। না, কথাগুলো আমার নয়। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নেয়া মিনিস্টার রাজশাহী দলের থিম সংয়ের কয়েকটা লাইন।
তবে, শুধু গানেই নয়, দলকে নিয়েও ঠিক এতটা আত্মবিশ্বাসী মালিকপক্ষ। আর ড্রাফটের নিয়মকানুনে পছন্দমতো সব ক্রিকেটারকে না পেলেও, শিরোপা ঘরে তুলতে বদ্ধপরিকর টিম ম্যানেজমেন্ট।
মিনিস্টার রাজশাহীর চেয়ারম্যান এম এ রাজ্জাক রাজ বলেন, আমরা টি-টোয়েন্টির জন্য খুব ভালো একটা দল করেছি। পুরো দল একসঙ্গে পারফর্ম করলে অবশ্যই ভালো কিছু হবে।
মিনিস্টার রাজশাহীর কোচ সারওয়ার ইমরান জানান, ড্রাফটে আমরা ঠিকভাবে দল গোছাতে পারিনি। তবে পছন্দের সবাইকে না পেলেও অন্তত ৭০ ভাগ পূরণ হয়েছে। আমি এ দলটাকে নিয়ে সন্তুষ্ট। অনেক দূরে যাব ইনশাআল্লাহ।’
রাজশাহী দলে নেই কোনও তথাকথিত আইকন ক্রিকেটার। তবে, তাতে কোনও আফসোস নেই অধিনায়ক শান্তর। তারকা দ্যুতির পেছনে না দৌড়ে নিজেদের খেলাটার প্রতি মনোযোগী হতে চান তিনি।
মিনিস্টার রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, আমাদের দলটা তুলনামূলক তরুণ, কিন্তু বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারও আছেন। তারা এ দলের মূল শক্তি। আর নিজেরা নিজেদের সেরাটা খেলতে পারলে ভালো ফলাফল সম্ভব। আমরা আশা করি, এ টুর্নামেন্টে ভালো উইকেট পাব। টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের জন্য ফ্রেন্ডলি উইকেট প্রয়োজন।
ড্রাফটের টেবিলে প্রথম ডাকেই রাজশাহীতে জায়গা পেয়েছিলেন সাইফউদ্দিন। এ আস্থার এবার প্রতিদান দিতে চান তরুণ অলরাউন্ডার। আর অভিজ্ঞ আশরাফুলের চ্যালেঞ্জ একটু ভিন্ন। তাকে যে প্রমাণ করতে হবে অনেক কিছু। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার প্রতিপক্ষ মিনিস্টার রাজশাহী।