মহামারি-পরবর্তী অর্থনীতিতে ‘চরাঞ্চলের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালা
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৯/১১/২০২০ , ৩:৪০ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


চরাঞ্চলের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দিনব্যাপী কর্মশাল বিএফএফ এর হল রুমে অনুষ্ঠি হয়েছে। ফরিদপুর জেলা চর অ্যালায়েন্সের উদ্যোগে গবেষণা প্রতিষ্ঠান সমুন্নয়ের আলোকিত চর প্রকল্পের আওতায় বিএফএফ অফিসে ‘মহামারি-পরবর্তী অর্থনীতি পুনরদ্ধার প্রক্রিয়া: চরাঞ্চলের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক কর্মশালায় ন্যাশনাল চর অ্যালায়েন্সের সদস্য সচিব জাহিদ রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন ফরিদপুর জেলা চর অ্যালায়েন্সের সদস্য সচিব আনম ফজলুল হাদী সাব্বির।
কর্মশালায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা চর অ্যালায়েন্সের সভাপতি আজহারুল ইসলাম। ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা করোনা দুর্যোগের ফলে চরের মানুষের অর্থনৈতিক ও সামাজিক সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে স্থানীয় ও জাতীয় পর্যায়ে কী কী ধরনের অ্যাডভোকেসি প্রয়োজন সে বিষয়গুলো তুলে ধরেন।
ওয়ার্কশপে সভাপতির বক্তব্যে ফরিদপুর জেলা চর অ্যালায়েন্সের সভাপতি আজহারুল ইসলাম বলেন, নদীভাঙ্গন প্রবণ ফরিদপুর জেলার চরাঞ্চলের মানুষের উন্নয়নে সরকারকে অবশ্যই আলাদা নজর দিয়ে নতুন নতুন প্রকল্প চালু করতে হবে-যাতে অত্রএলাকার চরে বসবাসরত দরিদ্র মানুষের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হয়।
তিনি আরও বলেন, চরের দরিদ্র সংগ্রামী মানুষের পরিকল্পিত উন্নয়ের জন্য অবশ্যই চর ফাউন্ডেশনের মতো একটি প্রাতিষ্ঠানিক কাঠামো জাতীয় পর্যায়ে গড়ে তুলতে হবে। ওয়ার্কশপে উন্নয়ন কর্মী, সাংস্কৃতিক কর্মী এবং চরের বাসিন্দারা অংশগ্রহণ করেন। উল্লেখ্য আলোকিত চর প্রকল্প সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থসহায়তায় বাস্তবায়িত হচ্ছে।