বরিশাল বিভাগীয় কমিশনার কতৃক তজুমদ্দিন উপজেলা পরিদর্শন
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৯/১১/২০২০ , ৫:১২ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


ভোলার তজুমদ্দিন উপজেলা পরিদর্শন করেছেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার ডক্টর অমিতাভ সরকার। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মাসুদ আলমসিদ্দিক সহ মনপুরা উপজেলা সফর শেষে তজুমদ্দিন উপজেলার নির্মাণাধীন উপজেলা প্রশাসন কমপ্লেক্স উপজেলা মিলনায়তন পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মীয়মাণ উপজেলা পরিষদ চত্বরে একটি ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন।
মনপুরা থেকে স্পীডবোট যোগে তজুমদ্দিন সুইজ পৌছলে বিভাগীয় কমিশনার ডক্টর অমিতাভ সরকার ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আল মছিদ্দিক কে উষ্ণ অভ্যর্থনা জানান তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ফাতেমা বেগম সাজুসহ অন্যরা। এ সময় উপস্থিত ছিলেন বোরহান উদ্দিনের উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান, তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা