হোসেনপুরে কৃষক লীগের উদ্যোগে বিনামূল্যে ধানের বীজ বিতরণ
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৮/১১/২০২০ , ৭:৪৩ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


হোসেনপুর উপজেলা কৃষক লীগের উদ্যোগে ২শ’ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুনের সহযোগিতায় কৃষকদের হাতে ধানের বীজ তুলে দেয়া হয়।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এই বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া।
উপজেলা কৃষক লীগের সভাপতি আক্তার হোসেন দুলালের সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি এমএ হালিম, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আখরুজ্জামান শিপন।
এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মানিক, বন ও পরিবেশ বিয়ষক সম্পাদক অহিদুল্লাহ, উপজেলা কৃষক লীগের কৃষি ও সমবায় সম্পাদক তাপস দেবনাথ, সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২০০ জন প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে ধানের বীজ বিতরণ করা হয়।