নওগাঁয় সকল রুটে বাস চলাচল বন্ধ
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৮/১১/২০২০ , ৬:৪৫ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


নওগাঁয় শ্রমিকদের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজি ও রুট নিয়ন্ত্রণের অভিযোগ এনে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিকরা। বুধবার সকাল থেকে বন্ধ আছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল। এছাড়া পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হচ্ছে দূরপাল্লার বাস চলাচলও। এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই পরিবহন বন্ধ করে দেওয়ায় চরম বিড়ম্বনায় পড়েছেন যাত্রী সাধারণ।
নওগাঁ পরিবহন মালিক গ্রুপের নেতারা বলছেন, চাঁদাবাজি ও সড়ক নিয়ন্ত্রণ নিয়ে শ্রমিকদের সাথে তাদের দ্বন্দ্ব দীর্ঘ দিনের। নতুন শ্রমিক নেতারা নওগাঁ, পাবনা ও কিশোরগঞ্জ রুট দখলের চেষ্টা করলে দ্বন্দ্ব চরমে উঠে।
আরো পড়ুন: বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং মৌলবাদীদের আস্ফালন!
নওগাঁ জেলা পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, বিষয়গুলো নিরসন না হওয়া পর্যন্ত সকল রুটের বাস চলাচল বন্ধ থাকবে জানান মালিক পক্ষের নেতারা।
এদিকে হঠাৎই এই সিদ্ধান্তের সমালোচনা করে শ্রমিক নেতারা বলছেন, পাবনা ও কিশোরগঞ্জ রুটে নওগাঁ জেলার কোন পরিবহন ছিলো না। এতে শ্রমিকরা বঞ্চিত হয়ে আসছে। তাই নিজস্ব উদ্যোগে দুটি বাস চলাচলের উদ্যোগ নেওয়া হয়। এতে মালিক পক্ষের বাধা দেওয়াটা অযৌক্তিক।