আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, বিকাল ৫:৫৮
সর্বশেষ সংবাদ
প্রধান সংবাদ ক্ষেতলালে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ : গ্রেপ্তার ৮

ক্ষেতলালে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ : গ্রেপ্তার ৮


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৮/১১/২০২০ , ৬:২০ অপরাহ্ণ | বিভাগ: প্রধান সংবাদ


জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নে আওয়ামীলীগ সমথির্ত বর্তমান চেয়ারম্যান আনোয়ারুজ্জামান নাদিম ও ওই ইউনিয়নে আগামী ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী রাজিবুল ইসলাম রাজু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।

আজ বুধবার উপজেলার উপজেলার ফুলদীঘি বাজারে এ ঘটনা ঘটেছে।উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে ও রাজুর বাড়ী থেকে পুলিশ তল্লাশী চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। ঘটনাস্থল ফুলদিঘী বাজারে দাঙ্গা পুলিশ মোতায়েন রয়েছে।
ক্ষেতলাল থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনা নিয়ে আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে দুই গ্রুপের মধ্যে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নাদিমের এক সমর্থক আতিকুর রহমানকে রাজু গ্রুপের স্বরন খান তাদের অফিসের সামনে মারধর করে।

ওই ঘটনাকে কেন্দ্র করে ওই রাতেই রাজু গ্রুপ সংঘবদ্ধ হয়ে আলীপুর গ্রামে মারামারি করতে গেলে সংঘর্ষে উভয় গ্রুপের ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ রাজুর বাড়িতে অভিযান চালিয়ে ডেগারসহ দেশীয় অস্ত্র ও লাটিসোটা উদ্ধার করেছে। অপরদিকে চেয়ারম্যানের অফিসেও অভিযান চালিয়ে লাটিসোটা উদ্ধার করেছে।
ওই সময় পুলিশ আগামী ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী রাজিবুল ইসলাম রাজু, বর্তমান চেয়ারম্যানের পুত্র নাফিম তালুকদারসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে ফুলদিঘি বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ নিরেন্দ্রনাথ মন্ডল বলেন, পরিস্থিতি এখন শান্ত। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে উভয় পক্ষের ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments

comments