সিদ্ধিরগঞ্জে আপন নাতনীসহ ২ শিশুকে ধর্ষণ করায় দাদা গ্রেফতার
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৮/১১/২০২০ , ৬:৩০ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


নারায়ণগঞ্জের সদর উপজেলাধীন সিদ্ধিরগঞ্জে আপন নাতনিসহ ৭ বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগ দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে অভিযুক্ত দাদা কামাল হোসেন ওরফে কামলেক (৭০) কে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে আটক করা হয়।
এ ঘটনায় আজ বুধবার সকালে অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে থানায় একটি মামলা (নং-২৭) দায়ের করা হয়। গ্রেফতারকৃত কামাল হোসেন জেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিম পাড়া হাইস্কুল সংলগ্ন এলাকার মৃত কমর আলীর ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, চকলেট খাওয়ানোর কথা বলে অভিযুক্তের নিজের আপন নাতনী ও প্রতিবেশী আরেক ভুক্তভোগী শিশুকে ডেকে রুমের মধ্যে নিয়ে ধর্ষণ করে সে।
এ ঘটনা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল মজুমদার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় বুধবার মামলা দায়ের করা হয়েছে। আসামীকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী দুই শিশুকে উদ্ধার করে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।