সিরাজগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো এক স্কুল ছাত্রী
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৭/১১/২০২০ , ৪:৫৫ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


সিরাজগঞ্জের বেলকুচিতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো এক স্কুল ছাত্রী। এ বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। ভ্রাম্যমান আদালতের পেশকার হাফিজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধার দিকে ওই উপজেলার মুকিমপুর গ্রামে কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ওই গ্রামের ৯ম শ্রেণির ছাত্রীর (১৪) সাথে তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামের ক্ষুদ্র কৃষকের (২৩) বিয়ের আয়োজন চলছিল। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয় এবং বর ও কনের বাবার কাছ থেকে ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। সেইসাথে কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা আঃ রহমান, ইলিয়াস হাসান শেখ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।