সিরাজগঞ্জে ৩ বীর মুক্তিযোদ্ধার মৃত্যু : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৭/১১/২০২০ , ৫:০১ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একদিনে ৩ বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে সোমবার রাতে ও গভীর রাতে জাতির শ্রেষ্ঠ এ ৩ সন্তান মারা যান। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁদের দাফন সম্পন্ন করা হয়েছে। তাঁরা হলেন, ওই উপজেলার ঘাটিনা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে বীর মুক্তিযোদ্ধা ফজলুল বারী (৬৮)।
তিনি মৃত্যুকালে স্ত্রী ও ২ ছেলে মেয়েসহ বহু গ্রনগ্রাহী রেখে গেছেন। শ্যামপুর গ্রামের মৃত ইব্রাহিম প্রমানিকের ছেলে বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন প্রামানিক (৬৭)। তিনি স্ত্রী, ৬ মেয়েসহ বহু গুনগ্রাহী ও আতœীয় স্বজন রেখে গেছেন। বড় পাঙ্গাসী গ্রামের মৃত শফি সরকারের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান (৭১)।
তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তাঁরা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এবং সোমবার রাতে ও গভীর রাতে স্ব-স্ব নিজ গ্রামের বাড়িতে তারা মারা যান। মঙ্গলবার সকালে ও বিকেলে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় স্ব-স্ব গ্রাম্য কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন করা হয়।
তাঁদের জানাযা নামাজে বীর মুক্তিযোদ্ধা উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি শফিকুল ইসলাম শফি, উপজেলা সহকারী কমিশনার ভ’মি নাহিদ হাসান খাঁন, বীর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফাসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করেন।