বদলগাছীতে জানালার গ্রিল কেটে স্বর্ণালঙ্কারসহ ১ লক্ষ টাকা চুরি
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৭/১১/২০২০ , ২:৪৭ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


নওগাঁর বদলগাছীতে ঘরের জানালার গ্রীল কেটে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, গত ১৬ নভেম্বর রাতে কোন এক সময় উপজেলার মিঠাপুর ইউপির উত্তর পাকুরিয়া গ্রামের মো. বাচ্চু মন্ডলের ছেলে বায়েজিদ হোসেন এর বাড়ীতে ঘটনা টি ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মত বায়েজিদ রাত ১০টায় ঘুমিয়ে পড়ে কে বা কারা রাতে কোন এক সয়ন ঘরের উত্তর দিকের জানালার লোহার গিল কেটে ভীতরে প্রবেশ করে ওয়ারড্রপের ড্রয়ারে রাখা নগদ ১ লক্ষ টাকা, কাপড় চোপর ও ২ ভরি স্বর্ণালংকার, ৩ ভরি চান্দির অলংকার নিয়ে পালিয়ে যায়।
বাড়ীর গূহ করর্তা বায়েজিদ বলেন রাতে চুরি যাওয়ার কোন টের পাননি সকালে দেখে কে রা কারা চুরি করে নিয়ে যায়।
সরেজমিনে এলাকাবাসী বলেন, ইতিপূবে ঐ এলাকায় একই কায়দায় কয়েকটি চুরি হয়েছে।
এ বিষয়ে ওসি চৌধুরী জোবায়ের আহম্মদ বলেন, অভিযোগ পাওয়ার পর সরেজমিনে তদন্ত করা হয়েছে।