বদলগাছীতে শিশু ধর্ষণের চেষ্টায় বৃদ্ধ আটক
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৭/১১/২০২০ , ২:৫২ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


নওগাঁর বদলগাছীতে আদিবাসী শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা এক বৃদ্ধাকে আটক করেছে থানা পুলিশ।
জানা যায়, গত সোমবার সুন্ধার উপজেলার মথুরাপুর ইউপির মাহমুদপুর গ্রামের অমল তিগ্যার ১০ বছরের শিশু কন্যা বাড়ীর পার্শে গবরচাঁপা বাজারে জিলাপী নেওয়ার জন্য যায়।
এ সময় বাজারে অবস্থিত চকবেনি গ্রামের মৃত আকালুর ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুস সাত্তার (ল্যাদো) ৬৫ উক্ত শিশুটিকে আদা কেজি জিলাপী নিয়ে দিয়ে বাড়ী পৌছে দেওয়ার সময় জোরপূর্বক গবরচাঁপা ব্রিজের নিচে নিয়ে যায়। সেখানে ধর্ষণের চেষ্টা চালায় শিশুটি কান্নাকাটি শুরু করলে তাকে ছেড়ে দেয়।
বাড়ীতে গিয়ে তার মায়ের কাছে ঘটনা খুলে বলে পরে শিশুটির পরিবারের লোকজন বাজারে এসে ল্যাদোকে আটক করে থানায় খবর দিলে পুলিশ আটক করে তার পরিবারের লোক জন জানায় শিশুটি গবরচাঁপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী।
ওসি চৌধুরী জোবায়ের আহম্মদ ঘটনা সত্যতার শিকার করে বলেন, এ বিষয়ে শিশুটির বাবা অমল তিগ্যা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের করেছে এবং আসামীকে জেলহাজুতে প্রেরুন করা হয়েছে।