বিএনপি ভারতকে ভয় পায়: মেজর হাফিজ
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৬/১১/২০২০ , ৪:৪০ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


বিএনপি ভারতকে ভয় পায়, তারা মনে করে ভারত তাদের ক্ষমতায় বসিয়ে দিবে। কখন নির্বাচনে যেতে হবে আর কখন বর্জন করতে হবে, তা বোঝে না দলটি।
এভাবেই আত্মসমালোচনা করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায়, তিনি নির্বাচন ও বিভিন্ন ইস্যুতে নিজ দলের অবস্থানের সমালোচনা করেন।
হাফিজ উদ্দিন বলেন, দুই লাখ মানুষ দুই দিন রাস্তায় বসে থাকলেই এই সরকারের পতন সম্ভব। এসময় করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। বলেন, এর মাধ্যমে বাংলাদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চলছে।