আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সকাল ১১:২৬
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক দিল্লিতে করোনা মোকাবিলায় যেসব পদক্ষেপ নিল ভারতের কেন্দ্রীয় সরকার

দিল্লিতে করোনা মোকাবিলায় যেসব পদক্ষেপ নিল ভারতের কেন্দ্রীয় সরকার


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৬/১১/২০২০ , ১:২৪ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


কোভিড মোকাবিলার পরিকাঠামো ঢেলে সাজিয়ে দিল্লির করোনা পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যাগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।
গতকাল রোববার (১৫ নভেম্বর) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকের পর ওই সিদ্ধন্ত নেয় কেন্দ্রীয় সরকার।
বৈঠকের পর দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, করোনা চিকিত্সায়া ৭৫০ বেডের ব্যবস্থা করবে কেন্দ্র। সবগুলোই হবে হবে আইসিইউ বেড। এছাড়াও বাড়ানো হচ্ছে মেডিক্যাল স্টাফ ও অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা।
গত ২০ অক্টোবরের পর থেকে দিল্লিতে লাফিয়ে বেড়েছে করোনা সংক্রমণ। কিন্তু রোগীদের চিকিত্সা দেওয়ার মত পর্যাপ্ত আইসিইউ বেড নেই। কেজরিওয়াল বলেন, কেন্দ্র ডিআরডিও সেন্টারে ৭৫০ আইসিইউ বেডের ব্যবস্থা করবে। পাশাপাশি বাড়ানো হবে করোনা টেস্টের সংখ্যা। রোজ ১ লাখ টেস্টের ব্যবস্থা হবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র। বর্তমানে রোজ ৬০,০০০ করোনা টেস্ট হয় দিল্লিতে।
অক্টোবরের শেষ থেকে দিল্লির করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারন করেছে। পরিস্থিতি বিচার করে দিল্লি ৩৩ বেসরকারির হাসপালের ৮০ শতাংশ বেড কোভিড চিকিত্সার জন্য নেওয়ার অনুমতি দিয়েছে দিল্লি হাইকোর্ট।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছিলেন ৬,৭২৫ জন। তিন দিন পর তা দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৭০০০ এর গন্ডি পেরিয়ে যায়। গত ১১ নভেম্বর ৮,৫৯৩ এ গিয়ে দাঁড়ায়।

Comments

comments